| ২৮ নভেম্বর ২০২৫

গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পেকুয়ায় নৌবহর

গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পেকুয়ায় নৌবহর

সিনিয়র প্রতিবেদক, বেলাভূমি :

গ্যাস নয় নবায়নযোগ্য জ্বালানি চাই এই প্রতিপাদ্যে  পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধের দাবিতে পেকুয়ায় নৌবহর কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলে এ নৌবহর কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ওয়াটারকিপার্স বাংলাদেশ, লবণ-মৎস্য ও কৃষি কল্যাণ সমিতি পেকুয়া ও উপকূলীয় মুক্ত রোভার স্কাউটস গ্রুপের যৌথ আয়োজনে এ কর্মসূচিতে স্থানীয় জেলে ও নানান শ্রেণী পেশার মানুষ অংশ শনৌবহরটি বঙ্গোপসাগরের মগনামা কুতুবদিয়া চ্যানেলের মগনামা ঘাট থেকে বাঁশখালী কয়লাবিদ্যুৎ প্রল্পপ এলাকা প্রদক্ষিণ করে।

এসময় বান্দরবান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নজরুল জাফর, ইয়ুথ এক্যাশন বাংলাদেশ এর চেয়ারম্যান মুসলিম আজাদ,ইঞ্জিনিয়ার রৌশন আজিজ, শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জাকের হোসাইন, ধরা পেকুয়া উপজেলার কো-অর্ডিনেটর দেলওয়ার হোসাইন সহ স্থানীয় জেলে ও লবণ চাষীগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্যাস নয় নবায়নযোগ্য জ্বালানি চাই,কারণ জীবাশ্ম জ্বালানি বিশ্ব উষ্ণতা বৃদ্ধির প্রধান উৎস।  শিল্প-কারখানা, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে অতিরিক্ত জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে জলবায়ু পরিবর্তনের গতি আরও বাড়ছে। এতে মানবদেহে শ্বাসকষ্ট, অ্যাজমা, হৃদরোগ ঝুঁকি বাড়িয়েছে। তাছাড়া জমির ক্ষতি, পানি দূষণ ভূমিকম্পের ঝুঁকি দিনদিন বাড়ছে। বাংলাদেশ ও পৃথিবীব্যাপী গ্যাসের বিস্তার বন্ধ করতে হবে।

মোজো সাংবাদিকতার বিকাশ ঘটেছে দিন দিন- বক্তারা

কক্সবাজারের পেকুয়ায় শেষ হলো দুই দিন ব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা

গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পেকুয়ায় নৌবহর

বেলাভুমি প্রতিবেদক:

কক্সবাজারের পেকুয়ায় শেষ হলো দুইদিন ব্যাপী সাংবাদিকদের মোবাইল সাংবাদিকতা (মোজো)  প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে শেষ হয় দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালা। পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শহীদ ওয়াসিম সেমিনার কক্ষে পেকুয়া প্রেসক্লাব ও পাক্ষিক পেকুয়া আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান।

এসময় তিনি বলেন, কক্সবাজারের সাংবাদিকদের স্কিল বাড়াতে এসব প্রশিক্ষণ সহায়ক ভুমিকা রাখবে। তিনি আরো বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকতার ধরনেও অনেক পরিবর্তন এসেছে। তার মধ্যে এখন মোবাইল সাংবাদিকতার উপর নির্ভরতা বাড়ছে।

পেকুয়া প্রেসক্লাবের সভাপতি ছফওয়ানুল করিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান, কক্সবাজার জেলা নারী ও শিশু নির্যাতন টাইব্যুনালের পিপি এড.মীর মোশাররফ হোসেন টিটু, এনটিভির জেলা প্রতিনিধি ইকরাম হোসেন টিপু, এটিএন বাংলার জেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিল, পেকুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. আব্দুল্লাহ আনসারী, বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি এফ এম সুমন, দৈনিক কালবেলার পেকুয়া প্রতিনিধি দেলওয়ার হোছাইনসহ আরো অনেকে।

প্রশিক্ষক হিসেবে অংশ নেন এখন টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান হোসেন মোহাম্মদ জিয়াদ, সিপ্লাস টিভির হেড অব নিউজ ফরহাদ সিকদার।

এসময় বক্তারা সবাই মোবাইল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন এবং ডিজিটাল মাধ্যমের গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, দিন দিন মোবাইল সাংবাদিকতার বিকাশ ঘটছে। এখন সাংবাদিকতা শুধু মাত্র বড় বড় ক্যামেরাতে সীমাবদ্ধ নাই। নিজের হাতের মুঠোফোন দিয়ে অনেকে সাংবাদিকতা করছে এর চাহিদা ক্রমেই বেড়ে চলছে। আন্তর্জাতিক অনেক চ্যানেল এখন মোজোর উপর গুরুত্ব দিচ্ছেন। ফলে মোজো সাংবাদিকতার ভবিষ্যত উজ্জ্বল হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালায় পেকুয়া চকরিয়া কুতুবদিয়া উপজেলার মোট ৩০ জন সাংবাদিক অংশ নেন। তাদের মাঝে সনদ বিতরণ করেন অতিথিরা।

এফ এম সুমন

কক্সবাজার

০১৮৪৩৫৫৮৮৪৪

মহেশখালীতে পাহাড় খেখোন কর্মীদের বাঁধা পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পেকুয়ায় নৌবহর

 

সরওয়ার কামাল মহেশখালী

দেশের একমাত্র পাহাড়ীদ্বীপ কক্সবাজারের মহেশখালী উপজেলা হোয়ানক ইউনিয়নের বড়ছড়া এলাকার পূর্ব মাঝের পাড়ায় পাহাড় কাটার খবর পেয়ে অভিযানে গিয়ে বাধার মুখে পড়েছে বন বিভাগ। পাহাড় কর্তন কারীরা বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে চড়াও হতে চেষ্টা করলে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনকর্মীরা ফাঁকা গুলি ছুঁড়ে চক্রটিকে ছত্রভঙ্গ করে দেয়। ২৫ নভেম্বর এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় আজ বুধবার।
পাহাড় নির্ধনকারীদের বিরুদ্ধে বন বিভাগের সময়োপযোগী অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কেরুনতলী বিট কর্মকর্তা আবদুল কাদের জানান, এলাকায় একটি চক্র পাহাড় কাটছে- এমন সংবাদ পেয়ে বন বিভাগ তাৎক্ষণিকভাবে অভিযান চালায়। অভিযানের সময় পাহাড় কাটার সঙ্গে সংশ্লিষ্ট লোকজন বনকর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করে এবং উত্তেজিত হয়ে মব তৈরির চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তাজনিত কারণে ফাঁকা গুলি বর্ষণ করা হয় বলে তিনি জানান।

জানাযায়, বড়ছড়ার পূর্ব মাঝের পাড়া এলাকায় কয়েকজন ব্যক্তি পানের বরজ তৈরির উদ্দেশ্যে পাহাড়ের মাটি কাটছিলেন। খবর পেয়ে বন বিভাগ সেখানে যায় এবং অভিযান শুরু করে। মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক বলেন, হোয়ানকে পাহাড় কাটার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আমরা অভিযান পরিচালনা করি। অভিযানের সময় কিছু পাহাড়খেকো আমাদের কর্মীদের ওপর চাপ সৃষ্টি করতে চাইলে আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোড়া হয়। পাহাড় ধ্বংসে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

চকরিয়ার বদরখালীতে অস্ত্র সহ ব্যবসায়ী আটক

গ্যাস নয়, নবায়নযোগ্য জ্বালানির দাবিতে পেকুয়ায় নৌবহর

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় এলাকা থেকে নাছির উদ্দিন মো.আলমগীর প্রকাশ বাদল (৩৯) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে।

এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত আলমগীর একজন পরিচিতি  জামায়াত নেতা ও জামায়াত পরিচয়ে চিংড়ি ঘের  জবর দখলের অভিযোগ রয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালী বাজার থেকে থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত নাছির উদ্দিন মো.আলমগীর চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে। অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার।

চকরিয়া থানা সুত্রে জানা গেছে, বুধবার বিকালে নেতৃত্বে ওসি তৌহিদুল আনোয়ারের ইেতৃত্বে এসআই সুজন বড়ুয়া, এসআই মো. নাছির আহম্মদ, এএসআই দেবু মজুমদার সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযানে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌয়ার ফাঁড়ি অবস্থান করি। এরইমধ্যে গোপন সংবাদে আসে বদরখালী বাজার পাড়া লাগোয়া ওয়াপদা রোডে আল আকসা স্টোর নামের একটি দোকানের ভেতর দেশীয় অস্ত্র নিয়ে একজন অস্ত্র কারবারি অবস্থান করছেন। তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাছির উদ্দিন মো.আলমগীর ওরফে বাদল নামের এক অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অভিযানের সময় বাদলের হেফাজত থেকে একটি দেশীয় তৈরী রাইফেল, দুইটি এয়ার গানের মাথা ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।